সাম্প্রতিক

আমার মা



আমার মায়ের দুটি হাত
স্নেহ আদর ভরা,
আমার মায়ের আঁচল তল
স্বর্গ ছায়ায় ঘেরা।

ছোট্ট বেলায় মায়ের কোলে
কত গল্প করা,
মায়ের কোলেই হাতে খড়ি
আমার লেখাপড়া।

ছোট্ট বেলায় মা যে আমায়
কত আদর দিয়ে,
খাইয়ে দিত দুধ ভাত
অনেক যত্ন নিয়ে।

আজকে আমি দূর প্রবাসে
হাজার মাইল দূরে,
মা কে ছেড়ে গাঁ কে ছেড়ে
হৃদয় আমার পুড়ে।


(২১/০৫/২০০৯ – বিকাল ৫ টা ২৫ মিনিট)