সাম্প্রতিক

অনঙ্গ মানুষ



আমি
পৃথিবীর আদর্শে
মানুষ হয়ে বাঁচবো না আর,
ছোঁবো না পাহাড়-মরুভুমি
আর সাগরের ঢেউ,
চাঁদের আলোয়
ফেলবো না আর দীর্ঘশ্বাস,
তারার চাদর মুরি দিয়ে
আর ঘুমাবো না
খোলা আকাশের তলে,
অমাবস্যার আঁধার ছুঁয়ে
আর কখনো পথ খুঁজবো না,
পৃথিবীর আদর্শ ধরে
নিজেকে আর কখনো
মানুষ বলব না।
যে মানুষ
বৃত্ত আঁকে পরধির ভেতরে বসে,
আমি সে মানুষ,
পাহাড়-চন্দ্র-নদী-আকাশ
আমার নয়।
দেহখানি রেখিছি তোমাদের পৃথিবীতে,
বুকে হাত দিয়ে
কথা বলার সাহস আমার নেই,
সাহস পরে আছে
বৃত্তের বাইরে,
বৃত্তের ভেতর
আঁকড়ে পরে আছে এক অনঙ্গ মানুষ।


(২৬/০৫/২০১২)