সাম্প্রতিক

মহাকালের রথ



মহাকালের দ্বার প্রান্তে দাঁডিয়ে
পেছন ফিরে তাকায়,
যেন তুচ্ছ বালু কণা সম
ক্ষুদ্র এক মনুষ্য কীট,
আসহায়ত্বের দেয়ালে হেলান দিয়ে
আঁকড়ে ধরে নু
ড়িপাথর,
তবু এগিয়ে চলে
সব মায়া তুচ্ছ করে
মহাকালের রথ।


(২২/১০/২০১২ – রাত ১১ টা ২০ মিনিট)