সাম্প্রতিক

আগের মত



আর পারি না আগের মত
পরান খুলে হাসতে
আর পারি না আগের মত
হৃদয় ছুঁয়ে বাঁচতে

হাসির ঝুলি হারিয়ে গেছে
জীবন চলার পথে
হৃদয় আকাশে মেঘ জমেছে
দুঃখ স্রোতের রথে

আর পারি না আগের মত
দুঃখ - সুখে কাঁদতে
আর পারি না হৃদয় বীণায়
স্বপ্নীল সুর বাজাতে

শুকিয়ে গেছে অনেক আগেই
দুঃখ সুখের জল
হৃদয় বীণার সুর কেটেছে
জীবন নদীর ঢল

আর পারি না আগের মত
তোমায় ভালবাসতে
আর দেখি না তোমায় নিয়ে
স্বপ্ন বাসর বাঁধতে



(০২/১২/২০১৩ – রাত ৩ টা ৫ মিনিট)