সাম্প্রতিক

অদ্ভুদ মিলন



কবে ঘটবে এমন অদ্ভুদ একটি মিলন;
তাকিয়ে থাকবে সারা বিশ্ব
তাকিয়ে থাকবে দেশ,
তোমার আমার এই মিলন
আজ এখানেই শুরু এখানেই শেষ।

হয়ত তোমায় খুজে পাব সখা
কোনো এক ক্রান্তিক্ষনে,
চুরে যাবে সব প্রেম-ভালবাসা
অভিমানের বিষ বাণে।