সাম্প্রতিক

অপূর্ণতা



অদ্ভুদ ছিল
তোমার আমার ভালবাসা,
তাইতো হয়নি পূরন
আজো দু’জনার আশা।

হয়নি কখনো তোমায়
আপন করে পাওয়া,
স্বপ্ন হয়ে স্বপ্ন দিয়ে
স্মৃতির পালে লাগাও হাওয়া।



(জানুয়ারী - ২০১৩)