সাম্প্রতিক

জন্মদিন -২



কনকনে শীত
চারদিকে কুয়াশার চাদর,
এই দিনে তুমি পেয়েছ প্রথম
মায়ের কোলের আদর।

নিয়মের সুরে বাজছে আবার
পরিচিত সেই বীণ,
আজ তোমার
শুভ জন্মদিন।



(ডিসেম্বর - ২০১২)