সাম্প্রতিক

নক্ষত্র - ১



তুমি নক্ষত্র
তাই আকাশে থাক
,
আমার কি সাধ্য আছে ছুঁয়ে দেখার

কেবল-
হৃদয়ের আঙ্গিনায় ছুঁয়ে যাই

যেমন কবিতা-
জন্ম নেয় কবির খাতায়
,
তবুও ধরা ছোঁয়ার বাইরে
অন্তর্নিহিত প্রজ্জলিত অগ্নি শিখা

তবুও আর একবার
এই ফোসকা পরা হৃদয়ে
ছুঁয়ে দেখতে চাই
,
তুমি নক্ষত্র
, তাই।


(২৫/০৯/২০১২ – রাত ২টা ৪০ মিনিট)