স্বপ্নের ঘরে চোর ঢুকেছে,
চুরি গেছে-
শত সহস্র অমূল্য স্বপ্ন,
চুরি গেছে কিছু গান,
চুরি গেছে কিছু স্মৃতি।
শুধু রেখে গেছে আমায়
শূন্য ঘরে -
বাদামহীন বাদামের খোসার মত,
সব হারিয়ে শূন্য ঘরে
আমার একাকীত্ব বিহার।
চুরি গেছে-
শত সহস্র অমূল্য স্বপ্ন,
চুরি গেছে কিছু গান,
চুরি গেছে কিছু স্মৃতি।
শুধু রেখে গেছে আমায়
শূন্য ঘরে -
বাদামহীন বাদামের খোসার মত,
সব হারিয়ে শূন্য ঘরে
আমার একাকীত্ব বিহার।
(২৫/০৮/২০১৩ –
সকাল ৯টা ১১ মিনিট)
