আবার এসো-
যেভাবে এসেছিলে একদিন
ঝড়ো হাওয়ার মত,
ঠিক সেভাবেই হারিয়েছিলে
চোখ মেলে দেখার সময়টুকও পাইনি।
আবার এসো-
চারদিক আলো করে,
দেখবো আমি-
দেখবো দুচোখ ভরে,
রেখে দেব ছবি খানি
হৃদয়ের এ্যলবামে।
যেভাবে এসেছিলে একদিন
ঝড়ো হাওয়ার মত,
ঠিক সেভাবেই হারিয়েছিলে
চোখ মেলে দেখার সময়টুকও পাইনি।
আবার এসো-
চারদিক আলো করে,
দেখবো আমি-
দেখবো দুচোখ ভরে,
রেখে দেব ছবি খানি
হৃদয়ের এ্যলবামে।
(১৬/০৮/২০১৩)