সাম্প্রতিক

ফিরে আসে



ফিরে আসে সেই শৈশব
সেই কৈশোর,
বিকেলে পথে হেটে চলা-
সূর্যের হাত ধরে
ফিরে আসে ডানপিটে প্রহর।

মাটির সোঁদা গন্ধে
নরম ঘাসের ছোঁয়ায়,
শেষ রবির আলো ছড়িয়ে যাওয়া
কাঁশের ছায়ায়,
পথের ধূলোয় মেঘ উড়িয়ে
রাখালের ঘরে ফেরা।

সূর্যের হাত ধরে সময়ের পথে
আবার হেটে চলা,
জীবন মাড়িয়ে নিয়ে যায়
মহাকালের ভেলা।

আঁধার ঘরে দীপালী জ্বালিয়ে
সেই সূর্যের আশায়,
ফিরে আসে সেই শৈশব, সেই কৈশোর
শুকনো স্মৃতির পাতায়।


(১৯/০১/২০১১ – রাত ৪ টা ৪৫ মিনিট)