এই রাত কেটে
গেলে
কাল বেলা ভোর হলে
কাল বেলা ভোর হলে
আসবে নিয়ে নতুন
প্রভাত
নতুন দিবাকর।
নতুন ভোরে নতুন
আলোয়
নতুন ফুলের সুরভি
মেখে
নতুন করে সাজবে
আবার
সাজবে এ বসুন্ধর।
আঁধার পথের মাঝে
বসে
উল্টো দিকে হাত
বাড়িয়ে
আলোর খোজে ছুটছি
মোরা
ছুটছি এ জীবন
ভর।
কে দেবে এ পথের দিশা
আলোর পথে কাটবে নিশা
সম্মুখ পথে কাটবে আঁধার
আসবে আলো রাত্রির পর।
কাটবে কবে এ আঁধার রাত
আসবে কবে নতুন প্রভাত
আসবে নিয়ে নতুন আলো
নতুন দিবাকর।
নতুন আলোয় দেখবো মোরা
নতুন ফুলের গন্ধে ভরা
নতুন করে জেগে ওঠা
আলোকিত বসুন্ধর।
কে দেবে এ পথের দিশা
আলোর পথে কাটবে নিশা
সম্মুখ পথে কাটবে আঁধার
আসবে আলো রাত্রির পর।
কাটবে কবে এ আঁধার রাত
আসবে কবে নতুন প্রভাত
আসবে নিয়ে নতুন আলো
নতুন দিবাকর।
নতুন আলোয় দেখবো মোরা
নতুন ফুলের গন্ধে ভরা
নতুন করে জেগে ওঠা
আলোকিত বসুন্ধর।
(২৫/০৫/২০০৯ – রাত ১১ টা ৪০ মিনিট)