সাম্প্রতিক

তোমাকে ধন্যবাদ



এতটা আঘাত করার প্রয়োজন ছিল না
অনেক দুর্বল ছিল-
ক্ষানিক বাদে এমনিতেই মরে যেত
সোজা হয়ে দাঁড়াতে পারছিল না
হেটে যাওয়া তো অনেক পরের ব্যাপার
 

যাই হোক-
ওদের কথা বলে লাভ নেই
ওরা দুর্বল
ওরা নিপীড়িত
বেঁচে থাকার অধিকার অতি নগণ্য
তাই তো এতটা আঘাত করেছে
মরে গেছে
 

হয়তো বাঁচতো আরো কয়েকটা দিন
কষ্টের বোঝা মাথায় নিয়ে
দূর থেকে দাঁড়িয়ে দেখতো
সুখের বৃষ্টির অঝর ধারা
কষ্টের ডায়েরীতে আরো কয়েক পাতা লিখে
এক সময় মরেই যেত
সুখকে ছোঁয়ে দেখা হতো না কখনই


ভালই হয়েছে
মরে গেছে
লাঞ্চনা আর ঘৃনায়-
বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভাল
কষ্ট করে আর কষ্টের জীবন নিয়ে বাঁচতে হল না
মুক্ত করে দিয়েছ
তাই-
ধন্যবাদ তোমাকে


(৩০/০৭/২০১৪ – সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট)