সাম্প্রতিক

ভালবাসার ভুল



ভুল যদি হয়ে থাকে
একটু চাওয়ায়,
তোমার হাতে হাতটি রাখায়,
ভুল যদি হয়ে থাকে
তোমায় ভালবসায়।
তবে ভুল করেই আমি ধন্য।
ভুলের সাগরে ভাসিয়ে দেব
ভালবসার ভেলা,
ভুল করেই দেখবো আমি
তোমার চুলে রৌদ্রের খেলা,
সুখ খুজে নেব বারে বারে
সেই ভুলের মাঝে,
ভুল করেই যাব আমি
তোমার কাছে-
প্রতিটি সকাল সাঝে।


(০২/০১/২০১২ – রাত ৪টা ৫৩ মিনিট)