সাম্প্রতিক

আঁধার রাতের গান



থেমে গেছে সব কোলাহল
থেমে গেছে জীবনের ছুটে চলা
নিভে গেছে সব আলো
নিস্তব্ধ নগরী ভীষন আঁধার কালো
ফাঁকা হয়ে গেছে রাজ পথ
হেটে চলে নিঃসঙ্গ এক যুবক
নেই কোনো ভয় নেই কোনো পিছুটান
আপন মনে গেয়ে যায় সে
আঁধার রাতের গান।


(১৬/০৫/২০০৯ – ভোর ৫ টা ২ মিনিট)