সাম্প্রতিক

প্রতীক্ষা



প্রতীক্ষার প্রহর গুলো কাটে
বন্ধ দু’চোখ, খোলা মনের জানালা,
স্বপ্ন ছূঁয়ে আসা সময়ের প্রতীক্ষা
দিনে আলো হারায়
গোধূলীর পথ ধরে
সন্ধ্যার বুকে,
সন্ধ্যা প্রদীপ জ্বলে জ্বলে
সন্ধ্যা তারায় একাকার,
প্রদীপ শিখায়
প্রজ্জলিত স্বপ্নের হাহাকার,
বয়ে চলে
নির্ঘুম রাত্রির বুকে,
প্রভাতের প্রতীক্ষায় কাটে
স্বপ্নহীন রাত



(১৮/০৮/২০১৩ - রাত ১২ টা ১০ মিনিট)