ঘুমালেই শেষ হয়ে যায়
রাত্রি, তবে
ডাকে শুধু আমায়
হাত বাড়িয়ে,
কবে আমি আসব আবার
রাত্রির পথ মাড়িয়ে।
জানালার ফাঁকা দিয়ে
নিশ্চুপ চাঁদ,
গুনে যায় একা এক
রাত্রির ধারাপাত,
চোখ বুজলেই কেটে যায়
ফিরে আসে পুরনো প্রভাত।
রাতের চন্দ্র দিনের আলোয়
হারায় আবার।
জীবনের জঞ্জাল আর
সূর্যের হাহাকার-
ব্যস্ততায় ডুবে যায় ক্লান্ত শহর,
জানালার ওপাশে কাটে
প্রতীক্ষার প্রহর।
রাত্রি আবার আসবে কখন
আঁধার নিয়ে,
ঘুম পারাবে ব্যস্ত সবার।
জেগে রব আমি আর
এক ফালি চাঁদ,
সঙ্গী হয়ে থাকবে আমার
আঁধার ঘেরা স্নিগ্ধ রাত।
(২০/০৫/২০১১ – রাত ২টা ২৬ মিনিট)