সাম্প্রতিক

জোছনাত্রয়ী



জোছনায় আঁধার তাই
লুপ্ত নীলাম্বর,
কোথায় জোছনাত্রয়ী তুমি
লুকায়েছ জোছনা লয়ে
আঁধারে ডুবিছে শহর।

নীলিম আকাশ চায়
সোনালী বরণ
তোমার জোছনা লয়ে,
জোছনাত্রয়ী-
তুমি বিলাও তোমায়
আঁধারে ঐশ্বর্য হয়ে।



(১২/০৩/২০১২ – রাত ২ টা ৪০ মিনিট)