সাম্প্রতিক

পৃথিবী ছাড়িয়ে

পৃথিবী ছাড়িয়ে
আমি তোমায় পেতে চাই,
আকাশ বাতাস, নদী-সাগর পেরিয়ে
চন্দ্র, সুর্য, গ্রহ-তারা ছাড়িয়ে,
তোমাকেই চাই
আমি দু'বাহু বাড়িয়ে।

চাওয়া পাওয়ার অতল সাগরে
সৃষ্টির শুরুতে কিংবা নিথর আঁধারে,
তোমাকেই চাই
আমি ক্ষুদ্র পরিসরে।

নিঃসঙ্গ রাতে
একাকী চাঁদের পাশে,
তোমাকেই চাই
আমি পল্লী বধুর বেশে।

তোমাকে খুজেঁছি আমি ক্লান্ত হয়ে
পথ ঘাট প্রান্তর পেরিয়ে,
চলে গেছি
আমি সীমানা ছাড়িয়ে।

পাইনি কোথাও তোমায়,
পেয়েছি কোনো এক পড়ন্ত বিকেলে
ছড়িয়ে দেওয়া সূর্যের লালিমায়,
পেয়েছি নিঃসঙ্গ রাতের
সীমাহীন নিস্তব্ধতায়।

পাইনি কোথাও তোমায়
দিবালোকে অন্তিম আবগেরবেশে
পেয়েছি শুধু সীমাহীন অন্ধকারে
অলীক কল্পনায়।


(৩১/০৩/২০০৯ – রাত ২ টা ৫৫ মিনিট)