সাম্প্রতিক

দুঃখের সীমানায়



দুখিনী রাত
শুধু কষ্টের কথা বলে,
দুখিনী সময়
শুধু অতীতের কথা বলে।

দুখিনী আকাশ
শুধু শূন্যতার ছবি আঁকে,
দুখিনী সন্ধ্যা
নিয়ে চলে গোধূলীর বাঁকে।

দুখিনী চাঁদ
আমায় একাকীত্বের কথা বলে,
কিসের দুঃখে যেন
দুখিনী সূর্য
জন্ম থেকে জ্বলে।

দুখিনী বাঁশরীতে
শুধু বিরহের সুর বাজে,
দুখিনী প্রকৃতি
আজ দুঃখের রঙে সাজে।

দুখিনী দুঃখ আজ
বারে বারে বলে যায়,
এক বার ঘুরে এসো
দুঃখের সীমানায়।


(১৩/০২/২০১০ – রাত ৪ টা)