সাম্প্রতিক

প্রত্যাশা - ৩



নির্ঘুম রাত্রির গভীরতায়
ডুবে থাকি-
অনাগত সুর্যের প্রত্যাশায়,
রাত জাগা পাখিরা আমায়
গান শুনায়
রাত্রির গান,
রাত জাগা চাঁদ আমায়
আলো দেয়
জোছনার আলো,
রাত জাগা তারা গুলো আমায়
পথ দেখায়
সুর্যের পথ,
রাত্রির গান শুনে
জোছনার আলোয়
হেটে যাই
অনাগত সুর্যের পথে।



(১৪/০৮/২০১৩ – রাত ৩ টা ২০ মিনিট)