সাম্প্রতিক

ভীরুর গর্জন



যেথা আজন্ম ভীরুতায়
দেখেছিলাম পৃথিবীর কাঁপন,
ভাঙ্গা চালের নিচে শুয়ে
দেখেছিলাম চাঁদের স্বপন

ভীরুর কাঁপন গর্জে ওঠেছে
আজ ভাঙ্গা স্বপ্ন লয়ে,
ভাঙ্গা তরবারি সম্বল তবু
এগিয়েছি নির্ভয়ে

শেষ প্রান্ত থেকে ছুঁয়ে এসেছি
ভীরুতার পরিনাম,
ভাঙ্গা তরবারি লয়ে যুদ্ধে নেমেছি
খুজে পেতে জীবনের দাম



(২৬/০৫/২০১৩ – ভোর ৬ টা  ২০ মিনিট)