সাম্প্রতিক

শোনো মেয়ে



যদি কিছু মনে না কর
তবে তোমায় কিছু কথা বলি,
তুমি শোনার জন্য প্রস্তুত,
কিছু মনে করবে না তো ...

তাহলে বলি-
তোমাকে আমার ভাল লাগে,
এই ভাল লাগা
সবাই কে যেমন লাগে তেমন নয়,
এ এক অন্য রকম ভাল লাগা,
অন্য রকম এক অনুভুতির ছোঁয়া,
অন্য রকম এক শিহরন,
হৃদয় যেন থাকে না আর বক্ষ পিঞ্জরে,
উড়ে যায় দূর থেকে বহু দূরে।

পাশা পাশি শুধু দুজনে
ভেবে যাই আনমনে... ...

তুমি কি বুজতে পারছ?

এর মাঝে লুকিয়ে আছে
একটা অতৃপ্ত আশা,
কিছু পাওয়ার প্রবল আকাঙ্খা,
এটা হয় শুধু দুজনার মাঝেই।

ভেতরে ভেতরে কিছু একটা হয়-
তুমিও বুঝ আমিও বুঝি
তবু যেন বোঝার নয়,
এ এক অন্য রকম ভাল লাগা,
এই ভাল লাগায় নেই কোনো ছলনা,
তবু কেন মনে হয়-
এ যেন হাসি মুখে
শুধু ভালবাসার প্রতারনা।


(২০/০৭/২০০৯ – ভোর ৫ টা ৪৩ মিনিট)