জ্বলে জ্বলে হারিয়ে যাওয়ার
মত করে আবার,
হারিয়ে যাব আবার,
হারিয়ে যাব দূর অজানায়,
খুঁজবে তুমি,
খুঁজবে এ পৃথিবী,
খুঁজবে সবাই।
খুঁজবে না এ লোকালয়ে,
খুঁজবে না এ বটের ছায়ে,
খুঁজবে শুধু আপন ভুমে,
খুঁজবে অসীম সীমাবদ্ধতায়।
দেখবে না কোথাও আমায়
দেখবে না দৃষ্টি সীমায়,
হয়তো ভুলে যাবে একদিন
মুছে যাবে আমার ছায়া
যা ছিল ঐ হৃদয়ের আঙ্গিনায়।
(১৩/০২/২০১০ – রাত ৪ টা ৫৫ মিনিট)