সাম্প্রতিক

বাস্তবতার শূন্য আবেশ



সত্য নয়, স্বপ্ন নয়,
কিছু শুভ্র অনুভুতি
দিগন্ত ছুঁয়ে যাওয়া বিস্তৃত আমার আঙ্গিনায়।
তবুও-
স্বপ্ন দেখায়, বাস্তবে ফেরায়,
বারে বারে ফিরে আসি ধুলির ধরনীতে
,
ধুলি মাখা নগ্ন পায়ে
হেটে যাই স্বপ্নের পথ ধরে,
কল্পনায় আসে লাল-নীল রঙের ছোঁয়া,
তন্দ্রা ভেঙ্গে জেগে দেখি,
চারিদিকে ছড়িয়ে আছে
বাস্তবতার
শূন্য আবেশ।


(২২/০৭/২০১২)