সাম্প্রতিক

প্রতিচ্ছবি



ছন্ন ছাড়া জীবন
ছিন্ন করে মনের বাধন,
ছুটে পালায় রিক্ত হয়ে
অন্তঃগহীনে সিক্ত রোদন।

শুষ্ক পল্লব আখিতে
পরে রৌদ্রের প্রতিফলন,
চকচকে বালুচর থাকে
তৃষ্ণায় আমরন।

বাউন্ডূলে জীবন তাই
পেতেছে পথের সজ্জা,
হৃদয় রোদনে ভেসেছে
তবু ভাঙ্গেনি চোখের লজ্জা।

আমার মতই সেজেছে আকাশ
মেঘের শোভা ধরে,
ছন্ন ছাড়া মেঘ তাই
কান্নার প্রতিচ্ছবি হয়ে ঝরে।



(মে – ২০১৩)