অনন্ত রাত্রির
হাত ধরে
আমাদের ছুটে
চলা
সূর্যের পথে -
যেখানে সূর্য ওঠে
রাতের আকাশ ভেদে,
যেখানে সূর্য ওঠে
নতুন সুখের বারতা
নিয়ে।
কষ্ট আছে সূর্য দেখায়
সুখের কাজ তা
নয়,
সূর্য দেখতে হয়তো
লাগবে সহস্র সময়।
হেসো না হেসো
না
হাসির কোনো কথা
নয়,
এখন চলছে বড়ই দুঃসময়।
(জানুয়ারি – ২০১৩)