জীবন চলার পথে -
জীবনের কোনো এক ক্ষনে,
একবার ফিরে দেখা
পেছনে শুধুই শূন্যতা,
সামনে পরে আছে
না পাওয়ার ব্যাকুলতা।
যেদিন উঠিবে রবি আকাশ পানে
সেই সোনালী রোদ্দুর ছড়ায়ে,
রঙ্গীন পালকে ডানা মেলে
পাখিরা গাইবে গান মন ভরায়ে।
যেদিন গোধূলীর আলোয়
চারিদিকে ছড়াবে সোনালী আভা,
চাঁদের আলো ফিরে পাবে তার
হারিয়ে যাওয়া শোভা।
যেদিন আকাশ জ্বালিয়ে দেবে
নিভে যাওয়া তারা,
যেদিন শুধু বইবে
চারিদিকে শান্তির অঝর ধারা।
সেদিন সব স্বপ্ন গুলো
খুজে পাবে আলোর দিশা,
ঘুচে যাবে সম্মুখের
সব না পাওয়ার ব্যাকুলতা।