ভুলে যাওয়ার মত করেই
মনে রাখি,
হারিয়ে যাই তবু
বারবার ফিরে আসি।
আজন্ম কষ্টের সাধ নিয়েছে
যে জীবন,
তারে লয়ে বেঁধেছি ঘর
দেখেছি স্বপন।
এমন তো চাইনি আমি
বিদ্রোহী সুখ,
অবাধ্য হৃদয় বারে বারে খোজে
সেই প্রিয় মুখ।
(১৩/০৫/২০১৩ – রাত ২ টা ১১ মিনিট)