হয়ত এক বিন্দু
জল-
ভোরের ঘাসের ডগায়
জমেছিল শিশির হয়ে,
লুটিয়ে পড়েছে বসুধা বক্ষে,
আমার পায়ের আঘাতে,
নাকি-
সূর্যের প্রতাপে,
কখনো কি শোধ হবে তার ঋন,
কখনো কি পূরণ হবে-
তার ঝড়ে যাওয়া শূণ্য স্থান।
ভোরের ঘাসের ডগায়
জমেছিল শিশির হয়ে,
লুটিয়ে পড়েছে বসুধা বক্ষে,
আমার পায়ের আঘাতে,
নাকি-
সূর্যের প্রতাপে,
কখনো কি শোধ হবে তার ঋন,
কখনো কি পূরণ হবে-
তার ঝড়ে যাওয়া শূণ্য স্থান।
(১৩/০৩/২০১০ – রাত ৩ টা ৫৩ মিনিট)
