সাম্প্রতিক

ছোট খাটো



এক পশলা বৃষ্টি
একটি ছাতা,
অল্প একটু জায়গা
দুইটি মাথা,


কাঠ ফাঁটা রোদ
এক চিলতে মেঘ,
অল্প একটু ছায়া
আনন্দের আবেশ।



(২৭/০৮/২০১৪ – রাত ১১ টা ২৫ মিনিট)