হাত বাড়ালেই দুঃখ আসে
দুঃখ নামের ঘুড়ি,
দুঃখটাকে সঙ্গী করেই
দেব দুঃখের সাগর পাড়ি।
তোমার মাঝেই দুঃখ খুজি
তোমার মাঝেই সুখ,
দুঃখ সুখের এই প্রণয়ে
তুমিই প্রিয় মুখ।
তুমি যেন আকাশ জুড়ে
আলো ছায়ার খেলা,
তোমার হাতে হাতটি রেখে
কাটিয়ে দেব বেলা।
তোমার চোখে খুজেছি আমি
উত্তাল সাগর,
তোমার চোখেই দেখেছিলাম
অনাগত ভোর।
তুমি আমায় স্বপ্ন দিলে
দিলে
ভালবাসা,
তোমার জন্যই যেন আমার
পৃথিবীতে আসা।
(০৮/০৪/২০০৯ – সকাল ১১ টা)