সাম্প্রতিক

আমি



আমি ধুলি মাখা পথের ক্লান্ত পথিক
খালি পায়ে ধুলি মেখে হাটবো সারাজীবন
ক্লান্ত হয়ে...

এক টুকরো মেঘ যদি আসে
আমায় ছায়া দিতে

চিৎকার করে বলবো -
আমি চাই না তোমার ছায়া
আমি চাই না তোমার শুভ্রতা
আমি চাই না তোমার শান্তির পরশ

আমি ধুলি মাখা পথের পথিক
ধুলির পথেই হাটবো সারাজীবন

চৈত্রের প্রখর রোদে
ঘাম ঝরাবে আমার ক্লান্ত শরীর
ক্রমশ ভারী হয়ে আসবে পা
ক্লান্তিতে অবসাদে
অবশ হয়ে যেতে চাইবে শরীরের প্রতিটি কোষ

তবুও
চিৎকার করে বলবো -
আমি চাই না তোমার বৃষ্টি
আমি চাই না তোমার স্নিদ্ধতা
আমি চাই না তোমার শীতল পরশ


আমি ধূলি মাখা পথের পথিক  
ধূলির পথেই হাটবো 
খালি পায়ে ধূলি মেখে হাটবো সারাজীবন 
ক্লান্ত হয়ে …



(০৮/০১/২০১৪ - রাত ৩ টা ৫ মিনিট)