হৃদয় আমার ইচ্ছে ঘুড়ির
ডানা মেলে যাচ্ছে উরে,
সেই হৃদয়ের নীল দুয়ারে
যাকে চাই পাইনা ফিরে।
ধরতে গেলে হাত বাড়িয়ে,
হাতের নাগাল পাবার আগেই
যায় চলে সে যায় হাড়িয়ে,
হৃদয় ঘুড়ির রঙ্গিন নাটাই
ইচ্ছে মত যায় নাড়িয়ে।
(২৮/০৬/২০০৯ – রাত ৪ টা ২৯ মিনিট)