সাম্প্রতিক

প্রদীপ



একটা বিকেল শুধু চেয়েছি
তোমার কাছে,
যে বিকেলের রোদে
আমার ছায়া পরবে দীঘির জলে

একটা প্রদীপ শুধু চেয়েছি
তোমার কাছে,
আঁধারে খুজবো তোমায়
সে প্রদীপ জ্বেলে