সাম্প্রতিক

দূর কর মোর ক্লান্তিরে



আমি অজস্র বিনিদ্র রজনী পার হয়ে
সহস্র মাইল নিঃসঙ্গ পথ পারি দিয়ে
আজ আমি তোমার দুয়ারে দাঁড়িয়ে
প্রিয়তমা দাড় খোলো
জড়িয়ে ধর মোরে
বহু দূর পথ ক্লান্ত শরীর
দূর কর মোর ক্লান্তিরে।

তোমার পরশ পাব বলে
কত যে নিশুতি রাত
কাটিয়েছি আমি নিঃসঙ্গতায়
রাখি নাই কারো হাতে হাত
প্রিয়তমা হাত ধর
জড়িয়ে ধর মোরে
বহু দূর পথ ক্লান্ত শরীর
দূর কর মোর ক্লান্তিরে।

তোমায় কাছে পাব বলে
কত যে নিঃসঙ্গ তিথি
কাটিয়েছি আমি নির্জনে বসি
কাউকে করিনি সাথী
প্রিয়তমা কাছে এসো
জড়িয়ে ধর মোরে
বহু দূর পথ ক্লান্ত শরীর
দূর কর মোর ক্লান্তিরে।

তোমায় গান শোনাব বলে
কত যে বিষন্ন প্রহর
কাটিয়েছি আমি নির্বাক বসি
কখনো ধরিনি সুর
প্রিয়তমা গান শোন
ধন্য কর মোরে
বহু দূর পথ ক্লান্ত শরীর
দূর কর মোর ক্লান্তিরে।

ক্লান্ত দেহে ক্লান্ত মনে
তোমার দুয়ারে দাঁড়িয়ে
বহু দূর পথ ক্লান্ত শরীর
দূর কর মোর ক্লান্তিরে।


(০৩/০৫/২০০৯ – ভোর ৬ টা ৭ মিনিট)