তোমার জন্য ভুল
করে
হয়ে যাওয়া কবি,
তোমার জন্য ভুল
করে
এঁকে ফেলা ছবি।
তারপর তুমি নেই
দৃষ্ট গোচরে,
বিরহী বাতাস
বহে
হৃদয়ের অন্তপুরে।
তোমার জন্য ভুল
করে
হেটে যাওয়া পথে,
ভুল করে ছুটে
যাই
পুরনো স্মৃতির
রথে।
ভুল করে একবার
তোমার হাতটি
ধরে,
ডুবে গেছি কোনো
এক
স্বপ্ন সায়রে।
ভুল করে কোনো
এক
নির্জন সন্ধ্যায়,
ভুল করে বলে
ফেলা –
ভালবাসি তোমায়।
ভুল করে এতগুলো
দিন
তোমায় ঘিরে কাটিয়ে
দেয়া,
তারপর চেয়ে দেখা
তোমার চলে যাওয়া।
ভুল করে আবারো
সেই
তোমারই প্রতীক্ষায়,
দিন গুলি কাটে
যেন
চরম বিভীষিকায়।
(১৫/০৪/২০০৯ – রাত ১২ টা ২৬ মিনিট)