তুমি আসবে বলে
সেজেছে বসুন্ধরা,
তুমি আসবে বলে
সেজেছে জোছনা ও তারা।
তুমি আসবে বলে
বসেছে আজ তারাদের মেলা,
তুমি আসবে বলে
আঁধার রাতে জোনাকীর মেলা।
তুমি আসবে বলে
চন্দ্রমল্লিকা আজ নতুন বসনে,
তুমি আসবে বলে
সূর্যমূখী চেয়ে আছে
তোমার পথ পানে।
তুমি আসবে বলে
কাননে ফুটেছে কুসুম কলিকা,
তুমি আসবে বলে
লুটায়ে পরেছে আজ
ভোরের কুহেলিকা।
(২০/১২/২০০৯ – সকাল ৯ টা ৮ মিনিট)