সাম্প্রতিক

ভুল



প্রেমের সাগরে ডুব দিয়ে
কবি করেছিল ভুল,
প্রেমিকার জন্য ছিড়েছিল
একটি তাজা ফুল

হৃদ স্পন্দনে জপেছিল
প্রেমিকার নাম,
মুর্খ প্রেমিকা বুঝেনি কখনো
সত্য প্রেমের দাম



(০৫/০৬/২০১৩)