বাংলায় লিখি বাংলায় পড়ি
বাংলায় গান গাই,
প্রানের আবেগে মনের কথা
বাংলায় বলে যাই।
মায়ের মুখেই শিখেছি প্রথম
বাংলায় কথা বলা,
সেদিন থেকেই আমার শুরু
বাংলায় পথ চলা।
বাংলাতে মোর তৃষ্ণা মেটাই
মেটাই যত ক্লান্তি,
বাংলা ছাড়া অন্য কোথাও
নেই যে এত শান্তি।
বাংলার তরে দিতে হয়েছিল
অনেক ভাইয়ের প্রান,
তাদের জন্য লিখে যাই আজ
বাংলা কবিতা গান।
(১০/০৫/২০০৯ – রাত ৪ টা ৪৮ মিনিট)