আমার ক্ষুদ্র
আকাশ,
বিশাল আকশের
মাঝ থেকে
পৃথক হয়ে যাওয়া
আমার ক্ষুদ্র
আকাশ।
চেয়ে দেখি জানালার
ফাঁক দিয়ে
জ্বলছে শুধু
একটি তারা,
যেন লক্ষ তারার
ভীড়ে
আলাদা করে রাখে
আমার ক্ষুদ্র
আকাশ।
তার ক্ষুদ্র
প্রয়াস
শুধু -
প্রতিটি সন্ধ্যায়
প্রতিটি আঁধারে
আমার ঘরে আলো
দেওয়ার,
তাকে আলাদা করে
রাখে
আমার ক্ষুদ্র
আকাশ।
নিঃশব্দ রাত্রির
বুকে
জাগিয়ে রাখে
এক নৈশব্দ শুরের
মুর্ছনা,
ছুটে চলি আনমনে
কেবলি সে তারার
পানে,
হারিয়ে যেতে
চায় বারে বারে
পিচ্ছিল আঁধারের
পথ ধরে,
হারায় না তবুও,
যেন গভীর মমতায়
ধরে রাখে
আমার ক্ষুদ্র
আকাশ।
(১৪/১০/২০১০ – রাত ৪ টা ১৩ মিনিট)