সাম্প্রতিক

অবচেতন



আমার অন্ধ হৃদয়
দু’পায়ে শুষ্ক বালুচর,
চন্দ্রিমার বিপরীতের আঁধার
গুনে ক্লান্ত প্রহর।

নিমগ্ন চিত্ত আলো খোজে
চারিদিকে রাত্রি তিমির,
অলক্ষ্যে দাঁড়ায় সে
কল্পনায় শান্ত নিবিড়।


(মে – ২০১৩)