ধরায় আমায় ধরল না
ধরবে আমায় কে?
তুমি আমার বন্ধু হবে
ও আমার বন্ধু হে?
ধরাতে বৃথা জীবন আমার
কেউ হলনা সাথী,
কাটিয়েছি আমি ধরার বুকে
কত না নিঃসঙ্গ তিথী।
ধরার বুকে হেটেছি আমি
কত যে নিশুতি রাতি,
রাতের ধরা ডেকে বলে
আমি হব তোর সাথী।
রাতের সঙ্গী হয়ে আমি
রাতের সাথেই চলি,
রাত বিরাতে মনের কথা
রাতের সাথেই বলি।
রাতের ধরা শুধায় মোরে
কিসের এত দুঃখ তোর,
দেখ রে আমায়-
সবাই যখন ঘুমিয়ে বিভোর,
নিঃসঙ্গতা আর আঁধার যেন
নিত্য সঙ্গী মোর।
আমি যেন বন্দী হয়ে
আছি আঁধারের ধুম্র জালে,
চক্রে আবর্তে মিলবে না মুক্তি
মিলবে না কোনো কালে।
দুঃখী হয়ে জন্মেছিস
সুখ খুজে পাবি কবে,
দুঃখী হয়ে দুঃখীর সাথেই
হাত মেলাতে হবে।
(১৬/০৫/২০০৯ – ভোর ৫ টা ১৬ মিনিট)
