সাম্প্রতিক

নৈশব্দ সুরের মুর্ছনা



শব্দহীন মুহুর্ত গুলোর পদচারনায়
মুখরিত জীবন
অন্তরীক্ষে-
দুঃখ জাগানীয়া নৈশব্দ সুরের মুর্ছনা
স্পন্দিত হয় হৃদয়
কাঁদায়, হাসায়
আবার কখনো স্তব্ধ হয়ে যায়
ছন্দের মিল নেই
তবুও-
ছন্দের খেলা চলে
অদ্ভুদ জীবন
তবুও-
সময়ের ভেলায়
বয়ে চলে
 


(২০১৪)