অর্থহীন এলোমেলো কিছু শব্দের
ভাল লাগা
হারায় হৃদয়ের গহীন অরণ্যে
হৃদয় পথে খুজি
শব্দের পদচারনা
অলিন্দ নিলয়ে
ধমনী শিরায় বয়ে চলা
লোহিত তরলে।
ভাল লাগা
হারায় হৃদয়ের গহীন অরণ্যে
হৃদয় পথে খুজি
শব্দের পদচারনা
অলিন্দ নিলয়ে
ধমনী শিরায় বয়ে চলা
লোহিত তরলে।
(১১/১১/২০১৩)