সাম্প্রতিক

আর্তনাদ – ১



অর্থহীন এলোমেলো কিছু শব্দের
ভাল লাগা
হারায় হৃদয়ের গহীন অরণ্যে
হৃদয় পথে খুজি
শব্দের পদচারনা
অলিন্দ নিলয়ে
ধমনী শিরায় বয়ে চলা
লোহিত তরলে


(১১/১১/২০১৩)