আমি দূর থেকে দূরে
আরো বহু দূরে,
তোমাকেই দেখেছিলাম
হাজারো মানুষের ভীড়ে,
ভিজে যাওয়া বৃষ্টির জলে,
ঝুম ঝুম পায়েলের তালে,
আমি দূর থেকে দেখেছি
তোমার হেটে যাওয়া,
দেখেছি –
শূন্য পথের ধারে দাঁড়িয়ে
শূন্যতার হাহাকার,
শুনেছি আবার-
তোমার পায়ে বেজে ওঠা
পায়েলের ঝংকার,
ঘনিয়ে আসা সন্ধ্যার আঁধারে
শুকনো মরিচীকায়,
আবার।
(০৩/০২/২০১০ – রাত ৪ টা ৩৮ মিনিট)