সাম্প্রতিক

আমার আকাশ



যবি পারো
আকাশ কে ভরিয়ে দাও
তোমার নিঃসঙ্গতায়,
রেখে দাও তাকে
নিঃসীম আঁধারের মাঝে
জমে থাকা নিস্তব্ধতায়।

পেরেছ কি?
জানি পারবে না তুমি –
পারবে না আকাশ কে
নিঃসঙ্গতায় ভরিয়ে দিতে,
পারবে না ওর একাকীত্ব কেড়ে নিতে,
সে তোমার নিঃসঙ্গতাটুকুও কেড়ে নেবে-
পরে থাকবে তুমি শূন্য হয়ে
শূন্য দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে।

সে আকাশ রাতের আকাশ
সে আকাশ নিঃসঙ্গ আকাশ
যে আকাশ পায় নি কখনো
সূর্যের আভাস,
সে আকাশ আমার আকাশ
নিঃসঙ্গতায় ভরা নিস্তব্ধ আকাশ।


 (১৬/০৬/২০০৯ – রাত ১১ টা ২ মিনিট)