সাম্প্রতিক

অর্থহীন স্বপ্ন



শানিত ছুড়ির ডগায়
জীবন ধরে
ভালবাসার বাণী অর্থহীন।


দু’মুঠো খেয়ে পড়ে
বেঁচে থাকায় যখন অহেতুক স্পর্ধা
তোমার মুখের মিষ্টি কথাও
তখন স্বপ্ন হীন।

 

 

(০৮/১১/২০১২ – রাত ১০ টা)