সাম্প্রতিক

ক্লান্ত হৃদয়



চোখের জলে নদী হয়
বুকের জমিন ভেসে যায়
কেবল নীরবে নিভৃতে।

নিভিয়ে দিতে চায় ভিসুভিয়াস
জলছে যা এ বুকের ভিতর,
ক্লান্ত হৃদয়, ক্লান্ত এ মন
আজ চায় অবসর।


(২৮/০৬/২০০৯ – রাত ৩ টা)