সাম্প্রতিক

নক্ষত্র -২



তোমায় দিলাম আমার আকাশ
ভরা পুর্ণিমায় রূপালী জোছনা
আলো আঁধারীর খেলা,

নীলাচলের প্রান্ত ছুঁয়ে
দু'হাত ভরে দিলাম তুলে
নিলয়ের স্বপ্ন লীলা



(০৮/০৬/২০১৩ – রাত ১ টা ২৯ মিনিট)